ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
নীলফামারীর কচুকাটা ইউনিয়নে ভিজিএফ’র আইডি কার্ড সংগ্রহ, এক শত থেকে দুই শত টাকা নেয়ার অভিযোগ।

নীলফামারীর কচুকাটা ইউনিয়নে ভিজিএফ’র আইডি কার্ড সংগ্রহ, এক শত থেকে দুই শত টাকা নেয়ার অভিযোগ।

নীলফামারী প্রতিনিধি ॥
ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর কচুকাটা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ভিজিএফ’র স্লিফ দেওয়ার জন্য আইডি কার্ড সংগ্রহ করতে সংরক্ষিত মহিলা সদস্যদের দালালরা এক শত থেকে দুই শত টাকা নেয়ার অভিযোগ করেছে হতদরিদ্র মানুষ।সরেজমিনে জেলার কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া,কুটিপাড়া বাজিত পাড়া,দুহুলী বাজার এলাকায় সংরক্ষিত মহিলা সদস্যদের দালালরা ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র স্লিফ দেওয়ার কথা বলে এলাকার হত দরিদ্র দরিদ্র মানুষের কাছে এক শত থেকে দুই শত টাকা তুলছে।যারা টাকা দিতে পারছে,তাদের আইডি কার্ড নেওয়া হচ্ছে,আর যাদের টাকা নাই,তাদের আইডি কার্ড ফেরত দিচ্ছে। মাঝা পাড়া এলাকার মতিনা বেগম,স্বামী মোকছেদ আলী,রেহেনা বেগম, স্বামী মোঃ সিরাজুল,রেহেনা বেগম স্বামী মোসলেম উদ্দিন । কুটি পাড়া সেরিনা বেগম স্বামী মোঃ আহেদুর ,হাফিজা বেগম স্বামী মোঃ তফছের আলী।এদের কাজ থেকে দালালদের মাধ্যমে এক শত টাকা করে তোলা হয় । সেরিনা বেগম স্বামী মোঃ আহেদুল বলেন গত ঈদে চেয়ারম্যানে পিছনে পিছনে ঘুরতে ঘুরতে বিরক্ত হয়েছি কিন্তু এক কেজিও চালও পাইনি।এবার স্লিফের কথা বললে একশত করে টাকা চায়,টাকা দিতে পারিনি বলে আমাকে স্লিফ দেয়নি।তার স্বামী মানুষের বাড়িতে কাজ করলে,ভাত পায় না হলে উপোষ থাকতে হয়।আমাকে ৭ ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটতে হয়।এ বিষয়ে কুচুকাটা ইউপি সংরক্ষিত মহিলা সদস্য জেলেখা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মোবাইলের ০১৭০১৯৪১৬৭৬ নম্বর ফোন তুলেননি।এ বিষয়ে কুচুকাটা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী বলেন,কিছুটা কানে এসেছে বিষয়টি বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে। কচুকাটা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ভিজিএফ’র ৫৯০০ জন হত দরিদ্র ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দ জন প্রতি ১৫ কেজি চাল।নীলফামারী সদরে ৯০ হাজার ৬৯০ জন।

নীলফামারীতে আসন্ন ঈদুল ফিতরে ৪ লাখ ৪ হাজার ৩১৫ জন অতি দরিদ্র মানুষ ভিজিএফ কর্মসূচির আওতায় ১৫ কেজি করে চাল পাবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST