কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণের উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলার রহমান, বাহাগিলী ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শাহ্, পুটিমারী ইউপি চেয়ারম্যান মোঃ আবু সায়েম লিটন, নিতাই ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক উজ জামান ফারুক, চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান হাফি, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুল ইসলাম আনিছ, রনচন্ডী ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান বিমান, মাগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব (মিঞা) প্রমুখ। এছাড়া সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।