ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
তেঁতুলিয়ায় সৎ মাকে ধর্ষণ চেষ্টা, শাস্তি কানে ধরে উঠবস ।

তেঁতুলিয়ায় সৎ মাকে ধর্ষণ চেষ্টা, শাস্তি কানে ধরে উঠবস ।

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকায় সৎ মাকে (৫০) ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমান আলী (৩২) নামে এক যুবককে শালিসের মাধ্যমে শাস্তি স্বরূপ বেত্রাঘাত ও কানে ধরে উঠবস করেই ছেড়ে দেয়া হয়েছে। সোমবার গভীর রাতে এই শালিস করেন তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয়রা জানায়, ১৭ মে শুক্রবার ইমান আলীর মেয়ে রেনু আক্তারের প্রসব বেদনা উঠলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় তার স্ত্রী রাশেদা খাতুন। ওই দিনই বাড়িতে গৃহস্থলির কাজ করার জন্য ইমান আলী শালবাহান এলাকায় থাকা তার ওই সৎ মাকে নিয়ে আসে। ১৮ মে শনিবার রাতে বাড়িতে কেও না থাকার সুযোগে ইমান আলী তার সৎ মাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। পরদিন বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা ইমান আলীর বাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন। এ সময় ইমান আলী পালিয়ে যায়। ওই সৎ মাকে ওই এলাকার মুসলিম উদ্দিনের জিম্মায় রাখা হয়। পরদিন সংশ্লিষ্ট ইউপি সদস্য মহসিনুল হক রুবেল ওই নারীকে তার বাড়িতে পাঠিয়ে দেন। এ সময় বিষয়টি ধাপা চাপা দেয়ার চেষ্টা করা হয়। গত রোববার বাড়ি ফিরে ইমান আলী। পরে স্থানীয়দের চাপে সোমবার রাতে ওই এলাকার হাসমত আলী মাস্টারের বাড়িতে শালিস বসে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য মহসিনুল হক রুবেলসহ স্থানীয় উপস্থিত ছিলেন। ওই সৎ মাকে ছাড়াই শালিসের মাধ্যমে ইমান আলীকে সামান্য বেত্রাঘাত ও কানে ধরে উঠবস করিয়ে ছেড়ে দেয়া হয়।
তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, শালিসে সর্বসম্মতিক্রমেই ইমান আলীকে এই শাস্তি দেয়া হয়েছে। সবাই সেখানে উপস্থিত ছিলেন। আমরা যা করেছি সবার ভালোর জন্যই করেছি।
তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া বলেন, এ বিষয়ে আমি কোন কথা বলতে চাচ্ছি না। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST