ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
তেঁতুলিয়ায় সৎ মাকে ধর্ষণ চেষ্টা, শাস্তি কানে ধরে উঠবস ।

তেঁতুলিয়ায় সৎ মাকে ধর্ষণ চেষ্টা, শাস্তি কানে ধরে উঠবস ।

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকায় সৎ মাকে (৫০) ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমান আলী (৩২) নামে এক যুবককে শালিসের মাধ্যমে শাস্তি স্বরূপ বেত্রাঘাত ও কানে ধরে উঠবস করেই ছেড়ে দেয়া হয়েছে। সোমবার গভীর রাতে এই শালিস করেন তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয়রা জানায়, ১৭ মে শুক্রবার ইমান আলীর মেয়ে রেনু আক্তারের প্রসব বেদনা উঠলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় তার স্ত্রী রাশেদা খাতুন। ওই দিনই বাড়িতে গৃহস্থলির কাজ করার জন্য ইমান আলী শালবাহান এলাকায় থাকা তার ওই সৎ মাকে নিয়ে আসে। ১৮ মে শনিবার রাতে বাড়িতে কেও না থাকার সুযোগে ইমান আলী তার সৎ মাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। পরদিন বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা ইমান আলীর বাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন। এ সময় ইমান আলী পালিয়ে যায়। ওই সৎ মাকে ওই এলাকার মুসলিম উদ্দিনের জিম্মায় রাখা হয়। পরদিন সংশ্লিষ্ট ইউপি সদস্য মহসিনুল হক রুবেল ওই নারীকে তার বাড়িতে পাঠিয়ে দেন। এ সময় বিষয়টি ধাপা চাপা দেয়ার চেষ্টা করা হয়। গত রোববার বাড়ি ফিরে ইমান আলী। পরে স্থানীয়দের চাপে সোমবার রাতে ওই এলাকার হাসমত আলী মাস্টারের বাড়িতে শালিস বসে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য মহসিনুল হক রুবেলসহ স্থানীয় উপস্থিত ছিলেন। ওই সৎ মাকে ছাড়াই শালিসের মাধ্যমে ইমান আলীকে সামান্য বেত্রাঘাত ও কানে ধরে উঠবস করিয়ে ছেড়ে দেয়া হয়।
তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, শালিসে সর্বসম্মতিক্রমেই ইমান আলীকে এই শাস্তি দেয়া হয়েছে। সবাই সেখানে উপস্থিত ছিলেন। আমরা যা করেছি সবার ভালোর জন্যই করেছি।
তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া বলেন, এ বিষয়ে আমি কোন কথা বলতে চাচ্ছি না। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST