জলঢাকা ( নীলফামারী )প্রতিনিধি ,
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ইফতার মাহফিল ও কর্মীসভা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) জলঢাকা সরকারী মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সভায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যূগ্ন আহ্বায়ক আলহাজ্ব সৈয়দ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা যূগ্ন আহ্বায়ক সোহেল পারভেজ,রইসুল আলম চৌধুরী,আনিচুর রহমান কোকো,সিরাজুল ইসলাম,এ্যাড. মাসুদ চৌধুরী। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু সাইদ ডিডু চৌধুরী,শরিফুল ইসলাম বাবু,এ্যাড. মোনাম হাসানসহ উপজেলা ও ইউনিয়ন এবং অঙ্গসংগঠনের বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ।এসময় বক্তারা বলেন,সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দলের কাজ করতে হবে।এবং দলের কার্যক্রম চালিয়ে আমাদের মা ও জননেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্তি করতে হবে। পরে জিয়া পরিবার ও জনগনের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।