বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিল থেকে উপজেলার হতদরিদ্র, পঙ্গু, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদানের ২ লাখ ৪৭ হাজার টাকার নগদ অর্থ এবং মসজিদ মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউএনওর সভা কক্ষে ওই অনুদান বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি ডিউক চৌধুরী। সভাপতিত্ব করেন ইউএনও মো. নবীরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, নাজমা জাহানুর, ওসি আনিছুর রহমান প্রমুখ। অপরদিকে ওই দিন সকালেই সেখানে ওই অতিথিদের উপস্থিতিতেই আইন শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট।