ঘোষনা:
নীলফামারীতে এতিমদের ঈদসামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

নীলফামারীতে এতিমদের ঈদসামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

নূর সিদ্দিকী,নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীর এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। শনিবার রাতে শিশু পরিবারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি সফিকুল আলম ডাবলু উপস্থিত ছিলেন।
শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক ফরহাদ হোসেন জানান, এখানকার ৭৬জন শিশুর মাঝে পাঞ্জাবি, সেমাই, চিনি ও দুধ প্রদান করা হয় ডিসি মহোদয়ের ব্যক্তিগত উদ্দ্যোগে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST