পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই কৃষি শ্রমিক ।
রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘি ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম (২৮) ওই ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার আবুল হোসেন বিশারুর ছেলে। আহতরা হলেন ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে আরিফুজ্জামান (২৬) ও ময়জুদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৬)।
স্থানীয়রা জানায়, সকালে আশরাফুল ইসলাম তার সহকর্মীদের সাথে স্থানীয় এক কৃষকের ধান কেটে তা ভাড়ে করে বাড়ি পৌছে দিচ্ছেলেন। এমন সময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন আশরাফুল ইসলাম। আহত হন তার সহকর্মী আরিফুজ্জামান ও মোবারক হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আরিফুজ্জামান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মোবারক হোসেনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।