বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
সংবাদপত্রের এজেন্টের সাথে সাংবাদিকের সম্পর্ক সব সময় সৌহাদ্যপূর্ণ। তারই ফলশ্রুতিতে আসন্ন ঈদ উপলক্ষে রংপুরের বদরগঞ্জে সংবাদপত্রের এজেন্ট মাহাবুবার রহমান সাংবাদিকসহ তার শুভাকাঙ্খিজনের মাঝে শুভেচ্ছা উপহার হস্তান্তর করেছেন। রোববার বিকেলে উপজেলার ডাক বাংলোয় তিনি ওই উপহার সামগ্রী হস্তান্তরের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহফুজার রহমান, সম্পাদক সীমান্ত সাথী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান মুক্তা, সম্পাদক সাইফুর রহমান রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মেজবাহুল কবির সবুজ, নুরুন্নবী নুরু, এজেন্ট মাসুদ রানা, আনিসুল হক প্রমুখ।