ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
আজ মঙ্গলবার বিকাল ৩ টার সময় নীলফামারীর ডিমলা উপজেলা ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের স্বদেশ সামাজিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে সমিতির অফিসে ১০০ টি গরীব ও দুস্থ মহিলাদের শাড়ী বিতরণ করেন এবং ৩০ জন পুরুষকে লুঙ্গি প্রদান করেন। এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- এ.বি.এম সাইফুল ইসলাম, উপধাক্ষ্য খালিশা চাপানী ফাযিল ডিগ্রী মাদরাসা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ফারুক আলম, অফিস সহকারী উপজেলা সমবায় সদর, নীলফামারী, আব্দুর রহিম, অফিসার রূপালী ব্যাংক লিঃ, কালীডাঙ্গী শাখা-ঠাকুরগাও, মাহামুদ উল্লাহ, নির্বাহী পরিচালক, এস.এফ সমবায় সমিতি লিঃ, আব্দুস ছাত্তার-বিশিষ্ট ব্যবসায়ী চাপানী বাজার। আমন্ত্রীত অথিতি- ছুনুরাম রায় সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা, খুলনা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান উদ্বোধক- মতিউর রহমান চৌধুরী, আহব্বায়ক বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ, ৮নং ঝুনাগাছ চাপানী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মোস্তাফিজুর রহমান চৌধুরী (মানিক), নির্বাহী পরিচালক, স্বদেশ গ্রাম উন্নয়ন সমবায় সমিতি। বক্তারা বলেন যে, পরবর্তীতে অসহায়, দুস্থ, গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের পাশে দাড়ানোর জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এবং গরীব মানুষদের সহজ শর্তে কিস্তিতে বিভিন্ন ধরনের মালামাল এবং ঋণ প্রদান করবেন ও সকলের প্রতি দোয়া কামনা করেন। অপর দিকে চাপানী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আঃ ছাত্তার ১৩০টি পরিবারের মাঝে নিজ তহবিল থেকে লাচ্ছা সেমাই ও চিনি প্রদান করেন।