ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীর জলঢাকায় শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,উন্নয়ন সমানভাবে করা হবে, নীলফামারীতে শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা নীলফামারীর ডিমলায় জমি দখল-নিরুপায় স্কুল শিক্ষিকা নীলফামারীর নীলসাগরে পাখিদের আবাসস্থলসহ খাবার করেছেন জেলা প্রশাসক রুপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে নীলফামারীতে নানা আয়োজন নীলফামারীতে বিএনপির অফিস উদ্বোধন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিকে শতভাগ পাস, উচ্ছ্বসিত পুরো ক্যাম্পাস। নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে পূজা মন্ডব পরিদর্শন করলেন সাবেক ছাত্রদল নেতা বাবু।
ছাত্রদলের কমিটি বাতিল করে আগামী দেড় মাসের (৪৫ দিন) মধ্যে নতুন কমিটি গঠনের ঘোষণা বিএনপির

ছাত্রদলের কমিটি বাতিল করে আগামী দেড় মাসের (৪৫ দিন) মধ্যে নতুন কমিটি গঠনের ঘোষণা বিএনপির

 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)৷ সেই লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের কমিটি বাতিল করে আগামী দেড় মাসের (৪৫ দিন) মধ্যে নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে৷

সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়৷ ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের তফসিল পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় সংসদ বাতিল করা হলো৷ আগামী ৪৫ দিনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হবে৷’

ছাত্রদলের অনুষ্ঠেয় কাউন্সিলে প্রার্থী হওয়ার যোগ্যতা- সংগঠনের প্রাথমিক সদস্য হওয়া, অবশ্যই বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র হওয়া এবং শুধু ২০০০ সাল পরবর্তী যেকোনো বছরে এসএসসি কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ৷

জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘ধারাবাহিকভাবে নিয়মিত ছাত্রদের ছাত্রদলের নেতৃত্বে আনা হবে৷ হঠাৎ করে সেটি সম্ভব নয়, ধীরে ধীরে এটি করা হবে৷ নিয়মিত ছাত্ররাই যেন নেতৃত্বে আসতে পারে, সেদিকে আমাদের বেশি নজর থাকবে৷ দলের সিদ্ধান্তই চূড়ান্ত৷ আশা করছি, দলীয় সিদ্ধান্তের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন৷’

২০১৪ সালের অক্টোবরে রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়৷ ২০১৬ সালের অক্টোবরে কমিটির মেয়াদ শেষ হলেও গত দুই বছর ধরে ওই কমিটিই দায়িত্ব পালন করে আসছিল৷





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST