ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)৷ সেই লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের কমিটি বাতিল করে আগামী দেড় মাসের (৪৫ দিন) মধ্যে নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে৷
সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়৷ ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের তফসিল পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় সংসদ বাতিল করা হলো৷ আগামী ৪৫ দিনের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হবে৷’
ছাত্রদলের অনুষ্ঠেয় কাউন্সিলে প্রার্থী হওয়ার যোগ্যতা- সংগঠনের প্রাথমিক সদস্য হওয়া, অবশ্যই বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র হওয়া এবং শুধু ২০০০ সাল পরবর্তী যেকোনো বছরে এসএসসি কিংবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ৷
জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘ধারাবাহিকভাবে নিয়মিত ছাত্রদের ছাত্রদলের নেতৃত্বে আনা হবে৷ হঠাৎ করে সেটি সম্ভব নয়, ধীরে ধীরে এটি করা হবে৷ নিয়মিত ছাত্ররাই যেন নেতৃত্বে আসতে পারে, সেদিকে আমাদের বেশি নজর থাকবে৷ দলের সিদ্ধান্তই চূড়ান্ত৷ আশা করছি, দলীয় সিদ্ধান্তের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন৷’
২০১৪ সালের অক্টোবরে রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়৷ ২০১৬ সালের অক্টোবরে কমিটির মেয়াদ শেষ হলেও গত দুই বছর ধরে ওই কমিটিই দায়িত্ব পালন করে আসছিল৷