ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সাংবািদকের নামে থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা নীলফামারীতে সাংবাদিককে হামলার সুষ্ঠ বিচারের দাবীতে স্বারকলিপি প্রদান। নীলফামারীতে দীপ আই কেয়ার ফাউন্ডেশনে চক্ষু সেবা মাত্র একশত টাকায় হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের
ডিমলায় জাল কার্ড দিয়ে ভিজিএফ’র চাউল উত্তোলন ।

ডিমলায় জাল কার্ড দিয়ে ভিজিএফ’র চাউল উত্তোলন ।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরনকালে নীলফামারীর ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (২নং ওয়ার্ডের) সদস্য মশিউর রহমান জাল স্লিপের মাধ্যমে চাউল উত্তোলনকালে হাতে-নাতে ধরা পড়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, হত দরিদ্র পরিবারের মাঝে বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ’র চাউল বিতরণ করার দ্বিতীয় দিন সোমবার জাল স্লিপধারীরা জাল স্লিপ দিয়ে চাউর উত্তোলনকালে ইউপি চেয়ারম্যান শামসুল হক টের পেয়ে জাল স্লিপসহ কয়েকজনকে আটক করে।,
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শামসুল হক গ্রামপোষ্টকে বলেন, ইউপি সদস্য মশিউর রহমানকে ৩১০টি স্লিপ দেয়া হয়েছিল তার ওয়ার্ডের দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করার জন্য। কিন্তু সে কম্পিউটার স্ক্যানের মাধ্যমে স্লিপ জাল করে মোট ৬২০ পরিবারের মাঝে বিতরণ করে।
চাইল বিতরনের সময় মশিউর রহমানের বিতরণ করা স্লিপ দ্বারা চাউল উত্তোলনকালে স্লিপগুলোর কালার হালকা দেখে বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য মশিউর রহমান ও তার সঙ্গে ওই স্লিপ দিয়ে চাউল উত্তোলনকারী কয়েক জনকে আটক করি। আটক করার পর তারা কান্না করে মাফ চাইলে তাদেরকে বলা হয় সন্ধ্যায় আলোচনার মাধ্যমে বিষটি দেখা হবে। এ ব্যাপারে সদস্য মশিউর রহমানের মুটোফোনে বার-বার যোগাযোগ করার চেষ্টা করেও ফোন তুলেননি।
উক্ত ঘটনার বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান গ্রামপোষ্টকে বলেন, আমি বিষটি অবগত হওয়ার সাথে-সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সত্যতা পেয়েছি। উলেখ্য গত ২জুন রবিবার থেকে চাল বিতরন শুরু করে ৪ জনু মঙ্গলবার পর্যন্ত বিতরন শেষ করে গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST