ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরনকালে নীলফামারীর ডিমলা উপজেলার ৫নং গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (২নং ওয়ার্ডের) সদস্য মশিউর রহমান জাল স্লিপের মাধ্যমে চাউল উত্তোলনকালে হাতে-নাতে ধরা পড়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, হত দরিদ্র পরিবারের মাঝে বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ’র চাউল বিতরণ করার দ্বিতীয় দিন সোমবার জাল স্লিপধারীরা জাল স্লিপ দিয়ে চাউর উত্তোলনকালে ইউপি চেয়ারম্যান শামসুল হক টের পেয়ে জাল স্লিপসহ কয়েকজনকে আটক করে।,
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শামসুল হক গ্রামপোষ্টকে বলেন, ইউপি সদস্য মশিউর রহমানকে ৩১০টি স্লিপ দেয়া হয়েছিল তার ওয়ার্ডের দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করার জন্য। কিন্তু সে কম্পিউটার স্ক্যানের মাধ্যমে স্লিপ জাল করে মোট ৬২০ পরিবারের মাঝে বিতরণ করে।
চাইল বিতরনের সময় মশিউর রহমানের বিতরণ করা স্লিপ দ্বারা চাউল উত্তোলনকালে স্লিপগুলোর কালার হালকা দেখে বিষয়টি টের পেয়ে ইউপি সদস্য মশিউর রহমান ও তার সঙ্গে ওই স্লিপ দিয়ে চাউল উত্তোলনকারী কয়েক জনকে আটক করি। আটক করার পর তারা কান্না করে মাফ চাইলে তাদেরকে বলা হয় সন্ধ্যায় আলোচনার মাধ্যমে বিষটি দেখা হবে। এ ব্যাপারে সদস্য মশিউর রহমানের মুটোফোনে বার-বার যোগাযোগ করার চেষ্টা করেও ফোন তুলেননি।
উক্ত ঘটনার বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান গ্রামপোষ্টকে বলেন, আমি বিষটি অবগত হওয়ার সাথে-সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সত্যতা পেয়েছি। উলেখ্য গত ২জুন রবিবার থেকে চাল বিতরন শুরু করে ৪ জনু মঙ্গলবার পর্যন্ত বিতরন শেষ করে গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ ।