কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উন্নয়ন অগ্রগতি, সমস্যা সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে এ সভা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলটের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের কৃতি সন্তান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব আব্দুর রউফ সুজা, রংপুর বিভাগীয় কার্যালয়ের ডিডি এলজি আশরাফুল ইসলাম, জয়পুরহাট জেলায় কর্মরত পুলিশ সুপার রশিদুল ইসলাম সাজু, দিনাজপুর জেলায় কর্মরত যুগ্ন জেলা দায়রা জজ তাসকিনুল হক রিজু, হাজী মোহাম্মদ দানেশ বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালেদ হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান, ঢাকা ধানমন্ডিতে কর্মরত সহকারী পুলিশ সুপার হাসিনুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান , মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক , বিপিএটিসির উপ পরিচালক মোরশেদ আলম , কনফিডেন্স গ্রুফের প্রকৌশলী সাইফুল ইসলাম, টেক্য্রটাইল এ্যাসোসিয়েশনের এজিএম মাইদুল ইসলাম রাজা, কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আলম হোসেন, সহ সাধারন সম্পাদক সুজাউদ্দোলা লিপটন, সাংগাঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন , উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজু, এমপি প্রতিনিধি রেজাউল ইসলাম স্বপন, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিক প্রমুখ।