সামাউন আলী,সিংড়া(নাটোর)প্রতিনিধি ,
নাটোর জেলার সিংড়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিবাহিত ও অবিবাহিত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঈদ আনন্দকে স্মৃতি হিসবে ধরে রাখতে বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ০৮ নং শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দী উচ্চ বিদ্যালয় মাঠে ভাগনাগরকান্দী মধ্যপাড়া শিশু কিশোর যুব সম্প্রদায়ের উদ্যোগে এ খেলার আয়োজন করে। উৎসবমূখর পরিবেশে স্থানীয় বিপুল সংখ্যক দর্শক এ ফুটবল খেলা উপভোগ করেন।
খেলায় বিবাহিত একাদশকে ৪-১ গোলে পরাজিত করে অবিবাহিত ফুটবল একাদশ দল বিজয়ী হন। পরে বিজয়ী দলের মাঝে একটি ফুটবল ও কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়। বিজয়ীদের পাওয়া পুরস্কার নগদ অর্থ দিয়ে সন্ধ্যায় ভোজের আয়োজন করা হয়। উক্ত খেলায় প্রতিভা ছাত্র কল্যান আর্থিক সহায়তা কেন্দ্রের আহ্বায়ক, সামাউন আলী (সুমন) এর সভাপত্বিতে খেলাটি শুরু হয়।উক্ত খেলায় অবিবাহিত দলের অধিয়ানক মনিরুল ইসলাম ও বিবাহিত দলের অধিনায়ক সাগর আলীর নেতৃত্বে খেলাটি সম্পন্ন হয়। উক্ত খেলায় উপস্থিত ছিলেন,০৮ নং শেরকোল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আদেশ আলী সরদার,প্রতিভা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক,মোঃসাজেদুর রহমান, পুলিশ সদস্য হাফিজুল ইসলাম,ভাগনাগরকান্দী মধ্যপাড়া যুব উন্নয়ন সংঘ ক্লাবের সভাপতি,হায়দার আলী,০২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক,এস,এম সোহাগ আলী সহ প্রমুখ।এছাড়া ও স্হানীয়দের মধ্য উপস্হিত ছিলেন,সাদেক,ফজলাল,টুটুল,সেলিম,জনি,সাদেকুর রহমান,আশিক,রাশিদুল,অসিম,মিঠু,মিজান,বাবু,রিমন,সজিব,
জহুরুল,সজল,আলামিন,সৈয়দ,নাইম,রবিউল,হায়দার, আনিছ, জাহাঙ্গীর, সাঈদ,ইমরান, তুষার,আরিফ,হযরত,তালেব,সহ রেজাউল,মিলন,রাসেল,সুলতানরাজিব,শাকিল,শুভ সহ এলাকাবাসী।
মাঠে ফুটবল খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় যুব। সংসদ বাংলাদেশ এর গোল ই আফরোজ সরকারী কলেজ ইউনিটের প্রধান সমন্বয়ক আরিফুল ইসলাম এবং ধারা বিবরনীতে ছিলেন, শ্রী সুশান্ত সরকার।