ঘোষনা:
শিরোনাম :
রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে আসা উচিৎ ; স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭ বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত ২ আহত ১০ মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন তৃতীয় ধাপে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নীলফামারী জেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
শিক্ষার্থীদের দাবিতে পাত্তা দিচ্ছেন না রাবি উপাচার্য ।

শিক্ষার্থীদের দাবিতে পাত্তা দিচ্ছেন না রাবি উপাচার্য ।

তানভীর ইসলাম ,রাবি প্রতিনিধি ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো আগামী ১১ জুনের মধ্যে খুলে দেয়ার জন্য আবেদন জানিয়েছে শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুরে উপাচার্যের কাছে আবেদন নিয়ে যান শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের আবেদনে পাত্তা দেননি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।
গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল ফিতর উপলক্ষে ৩০ মে থেকে ২৩ জুন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ছুটি দেয়া হয়। দীর্ঘ ২৫ দিনের হল বন্ধ রাখার সিদ্ধান্তে তখন থেকেই প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। সর্বশেষ আজ রবিবার দুপুরে উপাচার্যের কাছে হল খোলার দাবিতে আবেদনপত্র নিয়ে যায় শিক্ষার্থীরা।
রাহিনুল রিংকুসহ বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা আবেদনপত্র দেয়ার জন্য উপাচার্য স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করি। এজন্য আমরা জনসংযোগ দফতরের প্রশাসক ও ভিসির পিএস জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তারা কেউ আমাদের সহযোগিতা করেনি। তারপরও আমরা নিজেরাই উপাচার্যের কাছে আবেদন নিয়ে যাই। কিন্তু তিনি নিজে আবেদনপত্র না নিয়ে অন্য একজনকে পাঠিয়ে তা গ্রহণ করেন। আমরা দেখা করার জন্য অনুরোধ করলেও তিনি তা করেননি।
পরে মুঠোফোনে আমরা স্যারের সঙ্গে কথা বলি। উপাচার্য স্যার মুঠোফোনে আমাদের বলেন, ‘এই ফাঁকা ক্যাম্পাসে তোমরা কী করছো? বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য তোমরা এসব কাজ করছো। এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাহিনুল রিংকু বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে ভিসি স্যারের কাছে যাই। কিন্তু তিনি আমাদের দাবিকে পাত্তা দেননি।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST