ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে পরিবহন মালিকের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন সৈয়দপুরে ফিজিওথেরাপী দিবস পালন; বিনামুল্যে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ কিশোরগঞ্জে আগুনে পুড়ে ৮টি পরিবারের ঘরবাড়ি ভস্মিভুত কিশোরগঞ্জে শোভায় মুগ্ধতা ছড়াচ্ছে ঝিঙে ফুল নীলফামারীতে শৃঙ্খলা ভঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার নীলফামারীতে নেপিয়ার ঘাস চাষে লাভবান কৃষক সুপ্রিম কোর্টে রোববার থেকে অবকাশকালীন নতুন সময়সূচী তিস্তার পানিবণ্টন চুক্তির মতপার্থক্য দূর করতে হবে : পিটিআইকে প্রধান উপদেষ্টা নীলফামারীতে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা ভারতে বাংলাদেশের ছয় ছাত্রনেতার ভিসা কালো তালিকাভুক্ত
ভোটের দিন যত ঘনিয়ে আসছে পুলিশি হয়রানি আর দমন-নিপীড়নের শঙ্কা-আতঙ্ক তত বাড়ছে।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে পুলিশি হয়রানি আর দমন-নিপীড়নের শঙ্কা-আতঙ্ক তত বাড়ছে।

বগুড়া প্রতিবেদক,

বগুড়া-৬ আসনের (সদর) উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রে আনা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ধানের শীষের তৃণমূলের কর্মীরা। তাঁরা বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিপুল ভোটে বিজয়ী করলেও তিনি শপথ নেননি। এখন উপনির্বাচনে ভোটারদের কোনো আগ্রহ নেই। ভোটের আমেজ নেই। ধানের শীষে ভোট চাইতে গিয়ে এসব নিয়ে নানা প্রশ্ন করছেন ভোটাররা।

কর্মীদের কথা, ‘শপথ না নিয়ে কেন আবার ভোট চাইতে যাচ্ছি, সেই প্রশ্নে জর্জরিত করছেন। ধানের শীষের প্রার্থী জিএম সিরাজ “বহিরাগত” প্রার্থী বলেও প্রতিপক্ষরা অপপ্রচার ছড়াচ্ছে। এসব কারণে ভোটারদের কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়াটা হবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। ভোটারদের কেন্দ্রমুখী করতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।’

২৪ জুন বগুড়া-৬ আসনের উপনির্বাচন। এ উপলক্ষে আজ রোববার বগুড়া শহর বিএনপি আয়োজিত তৃণমূলের কর্মীদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা হয়। সেখানেই এসব কথা বলেন বিএনপির পক্ষ থেকে গঠিত ১৪১টি ভোটকেন্দ্র কমিটি, প্রার্থীর এজেন্ট এবং বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড কমিটির নেতারা।
রোববার বেলা সাড়ে ১০টায় শহরের খান্দার এলাকায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া শহর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ছিলেন ধানের শীষের প্রার্থী এবং বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ। প্রধান আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার।
সভায় নিজের ও পরিবারের ওপর নির্যাতন-নিপীড়নের কথা তুলে ধরে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল গফুর। তিনি বলেন, ‘বিএনপি করার অপরাধে আমার বিরুদ্ধে ২৩টি নাশকতার মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারের ভয়ে তিন বছর পালিয়ে বেড়াতে হয়েছে। আমাকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাড়ি পুরুষশূন্য হয়ে পড়লে আত্মসমর্পণ করতে বাধ্য হই। কারাগারে কোনো নেতা খোঁজ নেননি। জেলের ভেতরে দিনরাত শুধু হাহাকার করে কেঁদেছি।’
ভোটের দিন যত ঘনিয়ে আসছে পুলিশি হয়রানি আর দমন-নিপীড়নের শঙ্কা-আতঙ্ক তত বাড়ছে।
বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মশিউর রহমান বলেন, ‘ভোট মানেই তৃণমূলের কর্মীদের জন্য আতঙ্ক। সামনে ভোট। কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ভোটের দিন কেন্দ্রে না থাকার জন্য চাপ আসছে। অথচ নেতারা কেন্দ্রে যান না, কোনো খোঁজ নেন না। নেতারা কেন্দ্রে না গেলে সরকারি দলের হুমকি আর ভোটচুরি ঠেকাবে কে?’

শহরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুর রহমান সভায় বলেন, উপনির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিত করাটাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। ভোটার উপস্থিতি যত বাড়ানো সম্ভব হবে, তত বড় ব্যবধানে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। ভোটার উপস্থিতি বাড়াতে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। ভোটারদের উৎসাহিত করতে হবে। জিএম সিরাজ ‘বহিরাগত’ নন, ভোটারদের কাছে গিয়ে সেই ভুল ভাঙাতে হবে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে।

তৃণমূলের কর্মীদের প্রতি বঞ্চনার কথা উল্লেখ করে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আকতারুজ্জামান সভায় বলেন, ভোট এলে তৃণমূলের নেতাদের কদর বাড়ে, প্রার্থীরা স্মরণ করেন। ভোট গেলে সব ভুলে যান। ৩০ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলামের ভোট করতে গিয়ে অনেক নেতা-কর্মীকে জেলে যেতে হয়েছে, পুলিশি ধরপাকড়ের ভয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত এলাকায় থাকতে পারব, পুলিশ ঝামেলা করবে না, কর্মীদের এই নিশ্চয়তা দিতে হবে।

২০ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আবদুল খালেক বলেন, শুধু সেলফিবাজি করে ভোটে জয়ী হওয়া যাবে না। বিজয়ী হতে হলে মানুষের কাছে ভোট চাইতে হবে।
বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান সভায় বলেন, নারী ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফেরাতে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করতে হবে।
কর্মীদের এসব বক্তব্যের জবাবে ধানের শীষের প্রার্থী জি এম সিরাজ বলেন, ‘নানা কারণে আসন্ন উপনির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনে জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে দলের চেয়ারপারসনের মুক্তি এবং তারেক রহমানের দেশে ফেরা। বগুড়া বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ। কিছু নেতার ভুলের কারণে এত দিন মিছিল নিয়ে সাতমাথায় আসতে পারিনি। শক্তি দেখাতে গিয়ে নিজের ঘরে তালা লাগিয়েছি। অথচ আওয়ামী লীগকে ঠেকাতে পারিনি।’

সিরাজ বলেন, ‘এখন সব ভুলে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটার উপস্থিতি বাড়াতে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। মির্জা ফখরুল বিপুল ভোটে বিজয়ী হয়েও শপথ নেননি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাংসদ হওয়ার পর এলাকায় আসেননি। ভোটাররা নানা প্রশ্ন তুলতে পারেন। তাঁদের ঠান্ডা মাথায় বোঝাতে হবে।’





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST