রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
“কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”এই শ্লোগানে সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারে কৃষি শুমারির গনণাকারিদের হাতে বই তুলে দিয়ে শুমারির উদ্বোধন করা হয়েছে ।
রবিবার (৯ জুন) সকালে ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে পরিসংখ্যান অফিসে ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি শুমারির উদ্বোধন করেন । এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,জোনাল অফিসার আমিরুল ইসলাম,ডোমার উপজেলা পরিসংখ্যান অফিসার ও ইউসিসি আব্দুল বারী, সুপারভাইজার ও গনণাকারীগণ । ডোমার উপজেলায় ৪৫ জন সুপারভাইজারের অধিনে ২ শত ৬৮ জন গনণাকারী ৯ জুন হতে ২০ জুন পর্যন্ত এলাকা ভিত্তিক কৃষি খানার আকার,জমির মালিকানা,ভূমির ব্যবহার,গবাদি পশু ও হাসঁ, মুরগীর সংখ্যা কৃষি যন্ত্রপাতি ,মৎস্য ও বনসহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করবেন ।