ঘোষনা:
শিরোনাম :
হিট স্ট্রোকের আগে কি কি,উপসর্গ হতে পারে সাতক্ষীরায় প্রেমিকার বাড়ীতে নির্মম নির্যাতনের শিকার টেক্সটাইলস ইঞ্জিনিয়ার রংপুরে ক্যামেরায় কথা বলছে, গ্রামীন জনপদের ফরিদপুরে বাস পিক-আপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আশঙ্কাজনক ৩ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতেছে নীলফামারী সাতক্ষীরায় ভিডিও কলে রেখে ঘরে গলায় ফাঁস দিয়ে বিউটিশিয়ানের আত্মহত্যা নীলফামারীতে ঘোড়ার প্রতি পাকে,পরিবারে জীবনের গল্পটা কস্টের নীলফামারীতে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজের উদ্বোধন ঈদে বাড়ি ফেরা হলো না, শিশু সন্তান সহ পরিবারের  ঈদে ৫ দিন বন্ধের পরে, সাতক্ষীরা স্থলবন্দরে আমদানী-রপ্তানী শুরু, কর্মচাঞ্চল্য
জাতি সংঘের শান্তিরক্ষা মিশনে ডোমারের মেয়ে নারী পুলিশ সদস্য নিশাত ।

জাতি সংঘের শান্তিরক্ষা মিশনে ডোমারের মেয়ে নারী পুলিশ সদস্য নিশাত ।

নীলফামারী প্রতিনিধি ,
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে গেলেন জেলার ডোমার উপজেলার মেয়ে নারী পুলিশ সদস্য নিশাত আল চাঁদনী। আফ্রিকার দেশ কঙ্গোতে শান্তি স্থাপন ও শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ শান্তিরক্ষীদের সাথে অনন্য অবদান রেখে প্রশংসা অর্জন করেছেন। যা দেশবাসীর জন্য বিরল সম্মান ও গৌরবের। তারেই ধারাবাহিতকায় গত ২৭ মে ১৮০ জন বাংলাদেশ পুলিশের একটি নারী কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিয়েছে। সেই দলেই রয়েছে ডোমারের মেয়ে নারী পুলিশ সদস্য নিশাত-আল-চাঁদনী। নারী পুলিশ সদস্যের এই দলটি বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট-১ কন্টিনজেন্ট প্রতিস্থাপন করবে। তারা জাতিসংঘের ভাড়া করা বিশেষ বিমানে ২৭ মে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।পুলিশ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা জাতিসংঘ মিশনগামী ব্লু হেলমেট পরিহিত নারী শান্তিরক্ষী বাহিনীর পুলিশ সদস্যদের বিমান বন্দরে বিদায় জানান। কন্টিনজেন্টটির কমান্ডারের দায়িত্ব পালন করছেন পুলিশ সুপার সালমা সৈয়দ পলি।
নিশাত ডোমার পৌরসভার ভাদুর স্কুল সংলগ্ন অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মোঃ আলাউদ্দিন আলীর মেয়ে ও উপজেলার বামুনিয়া ইউনিয়নের পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের স্ত্রী। ২০১১ সালে নিশাত পুলিশ সদস্য হিসেবে চাকুরীতে যোগদান করেন। মিশনে যাওয়ার সময় পুলিশ অফিস পঞ্চগড়ে সে কর্মরত ছিল।নিশাত তার পরিবারকে জানিয়েছেন বিমানে উঠার সাথে সাথে একটি বিশেষ অনুভুতি কাজ করছিল। নারী পুলিশ সদস্য হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে পারা বিশেষ সম্মানের। কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করার জন্য নিশাত সকলের দোয়া ও আর্শীবাদ চেয়েছেন। সারা বাংলাদেশ থেকে মাত্র ১৮০ জন নারী পুলিশ সদস্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাওয়ায় এবং সেই দলের সদস্য হিসেবে থাকতে পারায় নিজেকে গর্বিত মনে করছেন নিশাত।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST