আতিকুল ইসলাম,নীলফামারী ,
নীলফামারীতে বিভাগীয় কমিশনারের সাথে সুধি সামজের মতবিনিময় হয়েছে ।আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম আজহারুল ইসলাম,পৌর মেয়র দেওয়ান কমাল আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তা -কর্মচারী এবং সুধি সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়াও বিভাগীয় কমিশনারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন জনপ্রতিনিধি ও সুধি সমাজের গণ্যমান্য ব্যাক্তিবগ । প্রধান অতিথি বলেন,মাদক বিরোধী অভিযান নিয়ে সন্তোস প্রকাশ করে আরও জোরদার করার কথা জানিয়েছেন।