নীলফামারী প্রতিনিধি ,
মোঃ মায়েদুল হক বসুনিয়া তুর্য কে সভাপতি ও মোঃ রেজাউনুল হক উৎপল কে সাধারন সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ডোমার উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ডোমার নাট্য সমিতি মঞ্চে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ডোমার উপজেলা শাখার আয়োজনে কমিটি গঠন উপলক্ষে সহকারী প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুর্বের কমিটি ভেঙ্গে দিয়ে সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সহকারী শিক্ষক মোঃ আরিফুজ্জামান আরিফ।
নব নির্বাচিত কমিটির সভাপতি মায়েদুল হক তুর্য ও সাধারন সম্পাদক মোঃ রেজাউনুল হক উৎপল সকল শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন,তাদের উপর যে দায়িত্ব অর্পন করেছেন প্রাথমিক শিক্ষকরা সেই দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষকদের যে কোন অধিকার আদায়ে তাদের কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।