কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি ,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সীটরাজীব গ্রামের আশরাফুল ইসলাম বাবুর স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাছিনা খাতুন বাচঁতে চায়। তার দুটি কিডনিই ড্যামেজ হয়েছে।এছাড়াও তাকে ৩মাস অন্তর ২পাউন্ড রক্ত দিতে হয়। তিনি দীর্ঘ ৩ বছর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিশেষ্ণ মোবাশ্বের আলমের চিকিৎসাধীন ছিলেন। এর পর ঢাকা কিডনি ইনষ্ঠিটিউট হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতালের চিকিৎসক বলেছেন বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়। তাকে ভারতের ভ্যালোর হাসপাতালে নিয়ে যেতে হবে।এজন্য ৩০ লাখ টাকার প্রয়োজন। তার যে সঞ্চয় ছিল তা ইতিপূর্বে চিকিৎসার ব্যায়ভার মেটাতে শেষ হয়েছে। হাছিনার স্বামী শরীফুল ইসলাম বাবু একজন বেকার মানুষ। তার পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়। এজন্য তিনি দেশের ও প্রবাসী বৃত্তবান ব্যাক্তিদের কাছে সাহায্য চেয়েছেন।