রতন কুমার রায়,ডোমার ,
নীলফামারীর ডোমারে এইচ পাওয়ার মটরস শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে ।
শনিবার ১৫ জুন সন্ধ্যায় ডোমার উপজেলা পরিষদ মোড় ডিবি রোড ইসলাম প্লাজায় শো-রুমের উদ্বোধন করেন এইচ পাওয়ার মটরস এর ভাইস চেয়ারম্যান এমডি হেলাল উদ্দিন । এ সময় উপস্থিত ছিলেন,নোয়াখালি জোনের জিএম কামরুজ্জামান,রাজশাহী,রংপুর জোনের জিএম সহিদুল ইসলাম শাহীন,নীলফামারী জোনের এরিয়া ম্যানেজার আবু নাসের মোহাম্মদ সেলিম,ইসলাম প্লাজার স্বত্বধিকারী আনোয়ারুল ইসলাম,ডোমার জামে মসজিদের ইমাম,ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।