ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
ডলার প্রতি পাঁচ টাকা অবমূল্যায়ন চায় তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ।

ডলার প্রতি পাঁচ টাকা অবমূল্যায়ন চায় তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ।

ঢাকা প্রতিবেদক,

ডলার প্রতি পাঁচ টাকা অবমূল্যায়ন চায় তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। তারা বলছে, ডলারপ্রতি পাঁচ টাকা অবমূল্যায়ন করলে পোশাকশিল্প বছরে প্রায় ১২ হাজার ৪১৯ কোটি টাকা পাবে। সেটি হলে পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।  প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আজ রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি এম এ রহিম, এস এম মান্নান, মশিউল আলম প্রমুখ। বাজেট ঘোষণার আগেও রপ্তানি খাতের জন্য ডলারপ্রতি অতিরিক্ত ৫ টাকা বিনিময় হার দেওয়ার দাবি করেছিল বিজিএমইএ। তখন তারা বলেছিল, এই সুবিধা দিলে পোশাক খাতের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ হবে প্রায় ১২ হাজার ৪১৯ কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেটে পোশাক রপ্তানিতে ১ শতাংশ নগদ সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সে জন্য বাজেটে ২ হাজার ৮২৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। তবে আজ বিজিএমইএর সভাপতি রুবানা হক পোশাক রপ্তানিতে অন্তত ৩ শতাংশ প্রণোদনা দেওয়ার দাবি করেন। তিনি বলছেন, প্রস্তাবের চেয়ে অতিরিক্ত ২ শতাংশ প্রণোদনার জন্য ৫ হাজার ৬৫০ কোটি টাকার প্রয়োজন হবে। পোশাক রপ্তানিতে আজ ৩ শতাংশ প্রণোদনা চাইলেও বাজেটের ঘোষণার আগে বিজিএমইএ ৫ শতাংশ প্রণোদনা দাবি করেছিল। সে সময় বিজিএমইএ বলেছিল, ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়ার জন্য ১৪ হাজার ১২৫ কোটি টাকার দরকার হবে।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST