ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ,
“কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানে নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষকের ধানের ন্যায্যমূল্যের দাবী ও সার, বীজ, কীটনাশকের মূল্য কমানোর দাবীতে বামগণতান্ত্রিক জোট কৃষক ও ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে কৃষক ক্ষেত মজুরের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৭ জুন )সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বামগণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্রী পার্টি ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রীক দল বাসদ মাহাবুব ঢাকা কেন্দ্র কমিটির নির্বাহী সভাপতি ও নীলফামারী জেলা কসিটির সভাপতি ১১ দলের কেন্দ্রীয় নেতা ডাঃ সৈয়দ লিটন মিয়া তালুকদার। এতে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রীক দল বাসদ মাহাবুব এর নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু অজয় কুমার রায়, উপজেলা কমিউনিষ্ট পার্র্টির সহ-সাধারণ সম্পাদক কমরেড রমেন কুমার সিংহ রায়, উপজেলা কমিউনিষ্ট পার্র্টির কৃষক সুমিতির কৃষক নেতা কমরেড মনি সিংহ রায়, বাসদ নেতা নজরুল ইসলাম ও দুলু মিয়া।
সমাবেশে উপজেলা কমিউনিষ্ট পার্র্টির সাধারণ সম্পাদক, কৃষক ক্ষেত মজুর উপজেলা শাখার সংগঠক ডাঃ গোপাল চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তারা সরকারের উন্নয়ন বাজেটের ৪০% কৃষি খাতে বরাদ্দ দাবী করে। কৃষকের কাজ থেকে ন্যায্যমূল্যে ধান, ভুট্টা সরকারী উদ্দ্যোগে ক্রয় কেন্দ্র খুলে নিতে হবে, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি দাম কমানোর দাবী করে কোচিং বাণিজ্য বন্ধ করার আহবান করেন। সেই সাথে খাদ্য, বস্ত্র, বাসস্থানম শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের দাবী করে সব নাগরিকের জীবনের নিরাপত্তা এবং সকল ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দাবী করেন।