কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিনে নৌকা মার্কার পথসভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা আয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ’র সহ সভাপতি বাবু খোকারাম রায়, নীলফামারী কৃষকলীগ সভাপতি বাবু অক্ষয় কুমার রায়, বঙ্গবন্ধু পরিষদের নীলফামারী জেলা শাখার সভাপতি রোকনুজ্জামান জুয়েল, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা মার্কার প্রার্থী জাকির হোসেন বাবুল, সাংগাঠনিক সম্পাদক আতাউর রহমান শাহ দুল, কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু পতিরাম চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা জামান, ড্যাফোডিল প্রমুখ। পথসভা চলাকালে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদের হাতে ফুলের তোরা তুলে দিয়ে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান ও যুবদলের উপজেলা কমিটির সদস্য মোশারফ হোসেনের নেতৃত্বে ১৬১ জন নেতা কর্মী আওয়ামীলীগে যোগ দেন #