মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডিমলা উপজেলায় মাদক অভিযান পরিচালনা করে ৪.৯ কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী র্যাব-১৩।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শাফিন ইসলাম (২৬) উপজেলার দক্ষিণ সোনাখুলী কুটিপাড়া এলাকার মোঃ রহিদুল ইসলামের ছেলে এবং মোঃ হালিমুর রহমান (২৫) দক্ষিণ সোনাখুলী খামাতপাড়া এলকার মৃত কাশেম আলীর ছেলে।
শনিবার (২৫ জুন/২২) রাত আনুমানিক ১১.২০ মিনিটে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর একটি আভিযানিক দল ডিমলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪.৯ কেজি গাঁজাসহ ওই দুই জনকে গ্রেফতার করেন।
র্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া), ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার ডিমলা থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।