বিনোদন ডেস্ক,
বাংলাদেশের চলচিত্র গলুই” সিনেমা এবার মুক্তি পেতে যাচ্ছে আমেরিকায়। শাকিব খান ও পূজা চেরী অভিনীত “গলুই” সিনেমা এবার মুক্তি পেতে যাচ্ছে আমেরিকায়। দেশটিতে ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। তাদের পরিবেশনায় ৮ জলুাই থেকে যুক্তরাষ্ট্রের ২৪টি রাজ্যের ৫৮টি শহরে প্রায় ১০০টিরও মতো মাল্টিপ্লেক্সে চলবে ‘গলুই’।