ঘোষনা:
জলঢাকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

জলঢাকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

জলঢাকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা ।

স্টাফ রিপোর্টার,
“মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জলঢাকায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালায় অংশগ্রহণকারী ।

আজ বুধবার(২৯জুন/২২) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সাবেক কাস্টমস কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী প্রসিকিউটর শাদীদ মোঃ মুনতাসির এলাহী, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। কর্মশালার শুরুতে মাদক মুক্ত সমাজ গড়তে ও মাদকের অপব্যবহার রোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফ উদ্দিন।
এসময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিনোদন ও ক্রীড়ামুখী করতে হবে এবং পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।নমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায়নউপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST