চট্টগ্রাম প্রতিবেদক,
দেশে আবারো বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ । এ অবস্থায় সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও বন্দর নগরীর চট্টগ্রামে উপেক্ষিত স্বাস্থ্যবিধি ।আজ বুধবার (২৯জুন/২২) সকালে বেশ কিছু যায়গায় ঘুরে দেখা গেছে গণপরিবহন থেকে শুরু করে কোথাও নেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা। মাস্ক ব্যবহারেও সচেতন হচ্ছে না জনসাধারণ।
করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেও গণপরিবহনে যাত্রীদের মধ্যে তেমন সচেতনতা নেই। কেউ কেউ মাস্ক পড়লেও সামাজিক দূরত্ব মানার বিষয়টি সবখানেই উপেক্ষিত। মাস্ক না পরার পেছনে নানাজনের যুক্তিও নানা রকম। এভাবে স্বাস্থ্যবিধি মানার প্রতি উদাসীনতা ও সামাজিক দূরত্ব মানা না হলে সামনের দিনগুলোতে আবারও করোনা সংক্রমণের উর্ধ্বগতি নিয়ে সরকারকে বিপাকে পড়তে হবে বলে মনে করছে স্বাস্থ্যবিভাগ।