জলঢাকা,নীলফামারী প্রতিনিধি,
জলঢাকা পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৭৯ কোটি ৭৯ লক্ষ ১ হাজার ৭ শত ৩০টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। আজ বুধবার(২৯ জুন/২২) দুপুরে পৌর কার্যালয়ের দ্বিতীয় তলায় পৌরসভা কর্তৃক আয়োজিত প্রস্তাবিত এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। উক্ত বাজেট ঘোষনা অধিবেশনে সাংবাদিক, ব্যবসায়ী, সূধী সমাজ ও পৌরবাসীর বিভিন্ন প্রশ্নউত্তরের জবাব দেন মেয়র বাবলু। বাজেট ঘোষনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় পৌর প্যানেল মেয়র বাবু রঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন এস.এ. টিভির জেলা প্রতিনিধি ও জলঢাকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবর রহমান মনি, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান, হিসাব রক্ষক আওলাদ হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন, হাফিজুর রহমান, আবুল কালাম বাশার মিন্টু, কাউন্সিল মন্টু প্রমুখ। বাজেট অধিবেশন অনুষ্ঠানে সাংবাদিক, পৌরসভার কাউন্সিল, সংরক্ষিত মহিলা কাউন্সিল, কর্মকর্তা/কর্মচারী ও পৌরসভার সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এবারের ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে নতুন কোন কর আরোপ ছাড়াই বাজেট ঘোষনা করা হয়। এর আগে প্রস্তাবিত বাজেটের উপর এবং পৌরসভার নানাবিধ সমস্যা, সম্ভাবনা, আয়ের উৎস, ব্যয় ও উন্নয়ন মুলক বাস্তবমুখী পদক্ষেপের কথা তুলে ধরে পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, প্রস্তাবিত বাজেটের অর্থ দিয়ে উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে প্রস্তাবিত বাজেট অনুযায়ী পৌর শহরে দৃশ্যমান কাজ করলে আগামীতে “খ” শ্রেনী থেকে উত্তরণ করে “ক” শ্রেনীতে জলঢাকা পৌরসভাকে অন্তর্ভুক্ত করবো ইনশ্বা আল্লাহ্।