চট্টগ্রাম প্রতিবেদক,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন তরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ শতাংশ।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ৫০ জন মহানগরীর এবং ২০জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২০৬ জন। এছাড়া মারা গেছেন ১ হাজার ৩৬২ জন ।