খাগড়াছড়ি প্রতিনিধ,
খাগড়াছড়িতে ৭ম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান হয়েছে ।আজ বৃহস্পতিবার(৩০জুন/২২) সকালে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সততা,একতা,শৃঙ্খলাই আমাদের শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ৭ম ট্রেইনিং কনস্টেবল(টিআরসি) ব্যাচের পশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যাব ফোর্সের মহাপরিচালক( পিবিএম,বার) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোঃ আওরঙ্গজেব মাহবুব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৩জন শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন,বাংলাদেশ পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আইন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় টিআরসি প্রশান্ত পাল, পিটি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় টিআরসি আশিক মাহমুদ ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় টিআরসি জাহিদ হাসানের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান,অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ,অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (প্রশাসন) রিপন কুমার মোদক,এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার মাহিদুল হাসান,পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন প্রমুখ।এছাড়াও বিভিন্ন সামরিক ও বেসামরিক অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।