ঘোষনা:
শিরোনাম :
রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে নির্বাচনে আসা উচিৎ ; স্বরাষ্ট্রমন্ত্রী কামাল শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে নিহত ১৭ বগুড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত ২ আহত ১০ মৈত্রী পাইপলাইন বন্ধুপ্রতিম দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাইলফলক : প্রধানমন্ত্রী জয়পুরহাটে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন তৃতীয় ধাপে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নীলফামারী জেলা মডেল মসজিদের শুভ উদ্বোধন উত্তরা ইপিজেড থেকে ট্রেনিং ও কর্মসংস্থান প্রকল্প অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নীলফামারীতে বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
শিক্ষক হত্যা ও কলেজ অধ্যক্ষকে নির্যাতনের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

শিক্ষক হত্যা ও কলেজ অধ্যক্ষকে নির্যাতনের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পড়িয়ে নির্যাতনের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার (০২ জুলাই/২২) দুপুরে শহরের চৌরঙ্গী মোড় স্মৃতি অম্লান চত্ত্বরে নীলফামারী বেসরকারী শিক্ষক সমাজের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধনের সভাপতিত্ব করেন নীলফামারী স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নীলফামারী স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, নীলফামারী শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি আশরাফুজ্জামান জুয়েল, নীলফামারী শিক্ষক সমিতির (বাশিস) সভাপতি মহাফিজুর রহমান খান, নীলফামারী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওঃ কাজী আব্দুল আজিজ, নীলফামারী কারিগরী শিক্ষক সমিতির প্রতিনিধি মোঃ হায়দার আলী।

বক্তারা বলেন, ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই ঘটনার আড়ালে কারো মদদ আছে কি না সেটি খতিয়ে দেখতে হবে। এছাড়া নড়াইলে পুলিশের সামনে শিক্ষক নির্যাতনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষক হত্যা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্চনার ঘটনায় দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমাজ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST