মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
দীর্ঘ করোনা মহামারীর অবসান ঘটিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে এক মাস ব্যাপি পুনাক তাঁত শিল্প ও পণ্য মেলার-২০২২ শুভ উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। এরপর সন্ধা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (০২ জুলাই/২২) বিকালে নীলফামারী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে নীলফামারী বড় মাঠে ভার্চুয়ালী উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নীলফামারী- ২ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর।
মেলায় নীলফামারী পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম এর পৃষ্ঠপোষকতায় আলোচনা সভার সভাপতিত্ব করেন নীলফামারী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি তাসমিয়া জান্নাত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসকের সহধর্মিনী ফারহানা বিনতে আজিজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ আরো অনেকে।
এছাড়াও সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার,সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী, নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি প্রকৌশলী এ এস এম শফিকুল ইসলাম ডাবলু সহ অনেকে উপস্থিত ছিলেন।