চট্টগ্রাম প্রতিবেদক,
পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি উদভ্রান্তের মত কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার(২ জুলাই/২২) দুপুরে চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড়স্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বন্যার্তদের মাঝে সাহায্য নিয়ে বিএনপির কেউ যায়নি বলেও অভিযোগ করেন তিনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন,
আওয়ামীলীগ বিরোধীদলে থাকাকালেও সব সময় দুর্গত মানুষের পাশে ছিলেন জানিয়ে মন্ত্রী বলেন,আওয়ামীলীগের নেতারা নিজেরা বন্যার পানিতে ডুবে আছে এর পরেও মানুষকে আশ্রয় ও খাবার দিয়ে সহযোগিতা করেছে।পদ্ম সেতু উদ্বোধনের পর বিএনপি নেতা রুহুল কবির রিজবী সাহেব কয়েকদিন নিখোজ ছিলেন জানিয়ে মন্ত্রী বলেন,এ বিএনপি নেতা হঠাৎ বের হয়ে সরকারের বিরুদ্বে নানা রকম মন্তব্য করছেন। আর পদ্মা সেতু হওয়াতে সারাদেশের মানুষ উল্লাসিত হয়েছে।বিএনপি সহ পদ্মা সেতু নিয়ে ষড়য়ন্ত্র কারীরা ধিক্কার খেয়ে খেল হারিয়ে নানা ধরনের উল্টা পাল্টা কথা বলছেন ।