স্টাফ রিপোর্টার,
নীলফামারী সদর উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন আহমেদকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার (৪ জুলাই/২২) বিaকেলে জেলা এলজিইডি সম্মেলন কক্ষে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী ফিরোজ আলম, নিবেদিতা রায়, উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন রশিদ তুহিন, দৈনিক বর্তমান ও দ্যা ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ্ মিলন সহ আরো অনেকে।
নুর উদ্দিন আহমেদ ১৯৯২ সালে চাকুরী জীবনে প্রবেশ করেন এবং সফলতার সাথে দেশের বিভিন্ন জেলায় চাকুরী করেন। সর্বশেষ তিনি ২০২০ সালের ৯মার্চ নীলফামারী সদর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আজ সোমবার (৪ জুলাই) তার চাকুরী জীবনের শেষ দিন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী নূর উদ্দিন আহমেদের হাতে তুলে দেন ।