নীলফামারী প্রতিনিধিঃ
জেলার ডোমারে নীলফামারী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ড.হামিদা বানু শোভাকে খুন করার হুমকি দিলেন দুবৃত্তরা। এ ব্যাপারে সাবেক এমপি বাদী হয়ে ডোমার থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাযায়,সাবেক এমপি শোভা দুপুরে তার গাড়ীতে করে ব্যাক্তিগত কাজে বাজার হইতে চান্দিনাপাড়া যাওয়ার সময় আনজারুল,ডাবলুসহ বেশকিছু লোকজন হাতে লাঠি সোটা নিয়ে তার গাড়ীর সামনে এসে তার গাড়ী আটকিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এবং তাকে নানা প্রকার ভয়ভীতি প্রয়োগ করে খুন সহ অপুরনীয় ক্ষতির হুমকি প্রদান করেন।
ড.হামিদা বানু শোভা বলেন, আমাকে দেখা মাত্রই তারা উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ ও খুন করার হুমকি দেয়। তিনি বলেন আমি দুইবার সংসদ সদস্য ছিলাম কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেনি আজ তারা যেটা করেছে তার শাস্তির দাবী করেন তিনি।
ডোমার থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদ আলী অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।