মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে মহিলা যুবলীগের ২০ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল/২২) বিকালে জেলা মহিলা যুবলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নত কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা যুবলীগের সভাপতি সান্তনা চক্রবর্তীর সভাপতিত্বে ভার্চয়ালী প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
আলোচনা সভায় জেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ সহ আরো অনেকে।
এসময় জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের মহিলা যুব লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নীলফামারী- ২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত অর্থায়নে তিন জন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে একটি বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় শিল্পকলা একাডেমী চত্ত্বর এসে মিলিত হয়।