ঘোষনা:
শিরোনাম :
প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের সাথে কাজ করছে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার। সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ সৈয়দপুরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত নীলফামারীতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন অভিযোগ সত্ত্বেও নির্বাচনী ফল মেনে নিলেন প্রার্থীরা নীলফামারীতে শিক্ষার্থীদের শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ হলুদ সাংবাদিকতা রোধে তালিকা করা হচ্ছে; প্রেস কাউন্সিল চেয়ারম্যান নীলফামারীতে সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি পরিদর্শন করেন পুলিশ সুপার নীলফামারীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন ও অর্থদন্ড অবরোধকালে চট্টগ্রাম সিটি গেট এলাকায় গাড়ি ভাংচুর, সড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ, আটক ১০
দিনাজপুর প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার।

দিনাজপুর প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার।

মোঃ ইউসুফ আলী ,

“ জেনে বুঝে বিদেশ যাই-অর্থ, সম্মান দুটোই পাই”-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী এ সেমিনারে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মোশাররফ হোসেন। জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা বিএমইটি’র ডিপিডি-উপপ্রকল্প পরিচালক মোঃ সালাউদ্দিন ও উপপরিচালক (কর্মসংস্থান) মোঃ আসাদুজ্জামান। মুক্ত আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ আব্দুল হাকিম প্রামানিক, দিনাজপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম ফিরোজ, বিরল উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবির, বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ জুলফিকার হোসেন, বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক প্রমুখ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, এনজিওকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ অংশ নেন।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST