চট্টগ্রাম প্রতিবেদক,
চট্টগ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের ৬০গ্রামে আজ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানী ।আজ শনিবার (০৯ জুলাই/২২) সকালে চন্দনাইশ কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চন্দনাইশ কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ময়দানে দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ সূফি সৈয়দ মুহাম্মদ আলী এর ইমামতিতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন তিনি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের ৬০গ্রামে আজ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কোরবানী দিচ্ছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। শনিবার সকাল থেকে নামাজ শেষে এসব গ্রামে ঈদ উদযাপন করছেন ছিল-ছিলায়ে আলীয়া জাঁহাগিরিয়া তরিকার ভক্তরা।