মামুনার রশিদ মিঠু,স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ কৃষক লীগ নীলফামারী জেলা শাখার সম্মেলন ঘিরে সংবাদ সম্মেলন করেছে সম্মেলন প্রস্তুত কমিটি। আগামী ২৫জুলাই নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে ত্রি-বার্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। এছাড়া উদ্বোধক হিসেবে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। সম্মেলনের প্রস্তুতি উপস্থাপন করেন জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইয়াহিয়া আবিদ। এ সময় কেন্দ্রীয় সদস্য খন্দকার মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, জেলা কমিটির যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম, নীলফামারী পৌর কমিটির আহবায়ক ফজলার রহমান শাহ উপস্থিত ছিলেন। ইয়াহিয়া আবীদ জানান, ২০২১সালের জানুয়ারীতে আমরা দায়িত্ব নেয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী বিভিন্ন উপজেলা, বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, জেলা কৃষকলীগের বিলুপ্ত কমিটির আহবায়ক এ্যাডভোকেট অ²য় কুমার রায় কমিটি গঠন, অনুপ্রবেশ, আত্মীয় করণ, কমিটি বিলুপ্তকরণ, অর্থের অভিযোগ বিষয়ক যেসব অভিযোগ তুলেছেন তা সঠিন নয় এবং ভিত্তিহীন। গঠণতন্ত্র অনুয়ায়ী এবং কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংবাদ সম্মেলন শেষে ২৫জুলাই জেলা কৃষকলীগের সম্মেলন উপলক্ষে শহরে প্রচার মিছিল বের করেন কৃষকলীগের নেতা কর্মীরা।