স্টাফ রিপোর্টার,
নীলফামারীর ডোমার রেলওয়ে ষ্টেশনের প্লাটফরম থেকে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে জবা ইসলাম (৩০) ওরফে জবা পাগলা নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জবা পাগলা ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের কুলিপাড়ার মকছেদ আলীর ছেলে।আজ
বৃহস্পতিবার (১৪ জুলাই /২২) সকাল ৮টার দিকে ডোমার রেলওয়ে ষ্টেশনে ট্রেনটি ঢোকার সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আপ সীমান্ত ট্রেনটি ডোমার রেলওয়ে স্টেশনের ১নং লাইন দিয়ে ঢোকার সময় সবার অগোচরে প্লাটফরম থেকে জবা পাগলা ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এর আগেও সে বিভিন্নভাবে কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায় বলে এলাকাবাসী জানান।
ঘটনার ৫ঘন্টা পর নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শফিউল ইসলাম।