মাগুরা প্রতিনিধি,
মাগুরায় বর্জপাতে মাহফুজা (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।আজ শুক্রবার (২২ জুলাই /২২) দুপুরে মাগুরা সদরের রাঘবদাইড় ইউনিয়নের দক্ষিণ মির্জাপুর গ্রামের দুলাল বিশ্বাসের স্কুল পড়ুয়া মেয়ে মাফুজা খাতুন বৃষ্টির সময় বাড়ির পাশে মাঠে গরু আনতে গেলে আকস্মিক বর্জপাতের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মাহফুজা দক্ষিণ মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের এ বছর এসএসসি পরিক্ষার্থী।