ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে পানির ট্যাংকের চাপায় শিশুর মৃত্যু নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান চায় পরিবার,মায়ের আকুতি ফিরে আয় বাবা

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান চায় পরিবার,মায়ের আকুতি ফিরে আয় বাবা

নিখোঁজ ছেলেটি রাকিবুল ইসলাম রকি

স্টাফ রিপোর্টার,
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের সন্ধান চায় পরিবার।বাবা-মা পাগলের মতো হয়েগেছে।তার মায়ের মুখে একটাই কথা,আমার বাবাকে এনে দাও,আমার সোনা কলজি বাবাকে ফিরিয়ে দেও।এভাবে নিখোঁজ রকি”র মা বিলাপ করছে বাড়ীতে।
নিখোঁজ ছেলেটির নাম রাকিবুল ইসলাম রকি (১৩)। সে চাওড়াডাঙ্গী আলোর বাজার দারুল ঈমান জামিয়াতুল উলুম লিল্লাহ বোডিং ও এতিম খানা মাদ্রাসার হাফেজ শাখার ছাত্র। সে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের আরাজি মানুষমারা এলাকার কালা মেম্বারের নাতি ও মোঃ হাসানের বড় ছেলে রাকিবুল ইসলাম রকি (১৩)। এই ছেলে গত ৪ দিন ধরে নিখোঁজ। গত ১৯ জুলাই বিকেলবেলা রাকিবের মা রেহেনা বেগম তাকে উক্ত মাদ্রাসা বোডিংয়ে রেখে চলে আসে। একই দিনে রকি অজুহাত দেখিয়ে মাদ্রাসায় ছুটি নিয়ে বাড়ি কথা বলে চলে যায়। কিন্তু সে বাড়ি যায়নি এবং মাদ্রাসাও ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় তার পরিবারের লোকজন প্রায় পাগলের মতো। কোথায় গেলে খুঁজে পাবে রকিকে? নিখোঁজ ছাত্র রকির বাবা মোঃ হাসান বলেন,ঈদের ছুটি কাটিয়ে রকিকে মাদ্রাসায় রেখে আসা হয়। রেখে আসার ২ ঘন্টা পর জানা যায় রকি বাড়ির সমস্যার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। এভাবে ৪ দিন হয়ে গেলো আমার ছেলে বাড়িও আসেনি,মাদ্রাসায়ও নাই। সব আত্নীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েছি,কোথাও যায়নি। আমি জলঢাকা থানায় একটি জিডি করেছি। যার জিডি নং-৯৪৭,তাং-২২-০৭-২০২২ইং। নিখোজ মাদ্রাসা ছাত্রের বর্ননাঃ
মোঃ রাকিব ইসলাম (রকি), বয়সঃ- ১৩ ,উচ্চতাঃ- ৫” (ফিট)। মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা বর্ন। পরেনো ছিলঃ- সবুজ রংযের জুব্বা,নীল রংয়ের হাজী রুমাল,মাথায় টুপি। নিখোঁজ ছাত্রের পরিবার জানায়,কোন ব্যক্তি তাকে কোথাও দেখে থাকলে,বা সন্ধান জেনে থাকলে,দয়া করে নিচের মোবাইল নম্বরগুলোতে ফোন করে বা কমেন্ট করে জানাবেন। এবং তার সন্ধান না জেনে থাকলেও প্লিজ একটা সেয়ার করে মানবতা দেখাবেন। কারন আমরা খুব চিন্তিত। শুধু একটা সেয়ার করেও সহযোগিতা করুন। আপনার একটি সেয়ারও খোঁজে পেতে পারি আমার রকিকে। মোবাইল নং-০১৭৪৪-৮২২৭৩১,০১৩১০-১১৭৯৩৫





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST