ঘোষনা:

আমি জলে ভাসা পদ্মে

লেখিকা শাহনাজ পারভীন

আমি জলে ভাসা পদ্ম
এক রত্তি সুখের জলে ভাসি আর হাসি,
ঐ নীল গগনের নিচে
সমুদ্রের নিমজ্জিত মুক্তোর সাথে
কথা বলি আর হাসি রাশিরাশি।

আমি জলে ভাসা পদ্ম
অপেক্ষায় থাকে সূর্য কিরণ
নতুন সকলে
আমার পাপড়ির দৃশ্য,
দেখে সারাবিশ্ব।
সূর্য কিরণ ভরিয়ে দেয় আলো
আমি দেখি নতুন আভার সৃষ্টি,
হাসির উত্তাল ঢেউয়ের তালে
ভাসি আমি
, এটাই আমার কৃষ্টি।

আমি জলে ভাসা পদ্ম
সবাই ডাকে পদ্মাবতী,
আমার হাসি একটু বেশিই বেশি,
আমি জলের সাথে করি খেলা
নৌকা মাঝি পাল তুলে দেখে আমায়,
আমার পরশে হারিয়ে ফেলে
বয়ে য়ায় সারাবেলা।

আমি জলে ভাসা পদ্ম
আমার নাই কোন দম্ভ
সাজিয়ে রাখি আলোয় ,
আবার কখনো ধুলায়
দেহখান লিপটে যায় পদতলে
মৃদু বাতাসে চোখ করে চলচল
তবুও হাসির হাসিমুখ ধন্য এ হৃদয়।

আমি জলে ভাসা পদ্ম
আমার মনে সব সময় ছন্দ
সকল আশায় ভীষণ উল্লাসে
দেখি ঐ নীল গগন
চিকন লতায় ঝুলে-দুলি
দেখে ঐ পবন।

আমি জলে ভাসা পদ্ম
অন্ধরাতে চন্দ্র তাঁরা যেন তাকিয়ে থাকে
বোঝো আমার মনপবন
আমার নেই চোখে কাঁদন!
হাওয়ায় ভাসি জলে থাকি
সারাক্ষণ।

আমি জলে ভাসা পদ্ম
আমি ছন্দে করি ধারন
গল্প কবিতায় থাকে আমার পাপড়ির দৃশ্য
দেখে সারাবিশ্ব।
কখনো শ্বাসমূলের খোঁচা
কখনো আড়ালে কান্না
তবুও আশায় আশ্রয় খুঁজে পাই রঞ্জন
সব সময় জলে ভাসি সারাক্ষণ।
আমি জলে ভাসা পদ্ম,
আমার মনে নেই কোন দম্ভ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST