বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ,
রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আনন্দ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১:৩০ টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমবাগান হাপাতিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আনন্দ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম কৈরব।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয় শিশুটি। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। পথেই সে মারা গেছে বলে, কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. জামিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।