ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে নিহত ছাত্রলীগ নেতা সবুজ আলীর জানাযা অনুষ্ঠিত। নীলফামারীতে কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া নীলফামারীতে ক্লুলেস হত্যা মামলার চার আসামী গ্রেফতার; পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নীলফামারীতে গর্ভবর্তী মায়েদের কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আহব্বান পাটগ্রামে স্বঘোষিত মুক্তিযোদ্ধা গবেষক মিঠু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন লালমনিরহাটের হাতিবান্ধায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ নদীতে মাছ ধরতে গিয়ে, লাশ হয়ে ফিরতে হলো চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, আটক পিয়ন নীলফামারীতে বিরল আ’কৃতির শি’শুর জ’ন্ম, নেই হাত-পা ও মাথা পাটগ্রামে বিভিন্ন  স্থানে অভিযান, বোমা মেশিন বিনষ্ট ও জরিমানা
নাটোরের গুরুদাসপু ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত । ঘাতক ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ।

নাটোরের গুরুদাসপু ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত । ঘাতক ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান। ছবি: গ্রাম পোষ্ট ।

নাটোর প্রতিনিধি ,

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মালবোঝাই ট্রাকচাপায় পিকআপ ভ্যানের হেলপারসহ দুই শ্রমিক নিহত হয়েছেন।
ঘাতক ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকাল সোয়া ৬টার সময় উপজেলার রানীগ্রাম এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার মিরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে পিকআপে ভ্যানের হেলপার রাকিবুল হাসান রনি (২৪), একই জেলার তাড়াশ উপজেলার মাটিয়া মালিপাড়া গ্রামের মৃত আবু হোসেন প্রামাণিকের ছেলে কলাকাটা শ্রমিক রুহুল আমিন প্রামানিক (৫২) ও কালুপাড়া গ্রামের মৃত মোজাহার আলী আকন্দর ছেলে মো. কাদের হোসেন আকন্দ (৫৫)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. দেলোয়ার হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. আকতার হামিদ বাংলানিউজকে বলেন, সকালে পিকআপ ভ্যানে করে ৫ থেকে ৬ জন কলাকাটা শ্রমিক সিরাজঞ্জ থেকে নাটোরের উদ্দেশে রওনা দেন। পথে গুরুদাসপুর উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের রানীগ্রাম এলাকায় পৌঁছে পিকআপ ভ্যানটি সড়কে দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে মালবোঝাই একটি ট্রাক ওই পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে হেলপার ও দুইজন শ্রমিক সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় ওই তিনজনই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে দুই চালকই পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তারা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST