আতিকুল ইসলাম,নীলফামারী ,
নীলফামারীর সিংদই শ্রীনাথ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মারপিটের ঘটনায় জুয়েল মিস্ত্রিকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী সদর হাসপাতাল থেকে রংপুর মেডিকেলে প্রেরন করা হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু বরন করে। আজ শনিবার সকালে এলাকায় মৃত্যুর সংবাদ শুনায়,এলাকাবাসি মুল অভিযুক্ত ইদ্রিস আলিসহ আসামিদের গ্রেফতারের দাবিতে হাতিবান্দা বাজারে জলঢাকা নীলফামারী সড়ক সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অবরোধ করে রাখে।পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসি দুপুর ২ টায় সড়ক থেকে সরে যাওয়ায় যান চলাচল স্বাবাবিক হয়।এ ব্যাপারে নীলফামারী সদর থানায় চার জনকে আসামি করে মামলা দায়ের করে।সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, জুয়েল মিস্ত্রির মৃত্যু খবর এলাকায আসলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে।অসামিদের ধরতে অভিযান চলছে খুব তাড়াতাড়ি আসামিরা ধরা পড়বে।