ঘোষনা:
শিরোনাম :
প্রাইমারি শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার গুণগত মানে তুলনামূলক এগিয়ে দুকুড়ী বলরামপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারীতে ৪ শত বোতল ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার নীলফামারীর হিমাগারে  ভোক্তা মহাপরিচালকের পরিদর্শন।আলু আমদানির হুশিয়ারি নীলফামারীতে চালু হলো মাইকোর্ট অ্যাপ-ঘরে বসেই জানা যাবে মামলার সর্বশেষ তথ্য। নীলফামারীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল সহ অস্ত্র ব্যাবসায়ী আটক। নীলফামারীতে সন্ত্রাসীদের তান্ডবে বাড়ি ছাড়া ২১ পরিবারের সংবাদ সম্মেলন নীলফামারী থেকে রংপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার নীলফামারীতে নেকবক্ত উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ নীলফামারীতে পুলিশ সুপার গোলাম সবুরের সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেলেন সোয়াদ
মানবিকতার অনন্য উদাহরন গ্রাম পুলিশ গোপাল । ডোমারে পরিচয়হীন এক পাগলের সেবাযন্তে কাজ করা ।

মানবিকতার অনন্য উদাহরন গ্রাম পুলিশ গোপাল । ডোমারে পরিচয়হীন এক পাগলের সেবাযন্তে কাজ করা ।

 

রতন কুমার রায়,ডোমার ,
নীলফামারীর ডোমারে পরিচয়হীন এক বুদ্ধি প্রতিবন্ধীর(পাগল) সেবাযতœ করছে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল চন্দ্র রায়।
সংবাদ সংগ্রহে যাওয়ার পথে দৃষ্টি পরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে প্রবেশ দ্বারে টিউবওয়েলে এক যুবককে গোসল করিয়ে দিচ্ছেন বোড়াগাড়ী ইউনিয়নের গ্রাম পুলিশ গোপাল চন্দ্র রায় । কৌতুকহল বসত গ্রাম পুলিশ গোপাল চন্দ্রকে জিজ্ঞাসা করলে ,গোপাল জানান, গত ১মাস পূর্বে (মে/১৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধা কিলোমিটার উত্তরে মসজিদের পাশে অচেতন অবস্থায় এক বুদ্ধি প্রতিবন্ধী (পাগল)কে দেখতে পেয়ে, ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান স্যারকে ফোন করে অবগত করি । ওসি স্যার আমাকে দ্রুত ওই পাগলকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে বলেন। আমি স্যারের কথামত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি । ওসি স্যার নিয়মিত খোজ খবর নিতেন। পাগলের পড়নে থাকা কাপড়ে পায়খানা প্রস্বাব করত। দুর্গন্ধে কেউ কাছে আসতে চায় না, অন্যান্য রোগীদের সমস্যা হয় । মানবিক কারনে ওই পাগলের দেখাশুনার দায়িত্ব পরে আমার উপরে। প্রতিনিয়ত খাওয়া,গোসল, কাপড় পরিধানসহ সব কিছু আমাকে করে দিতে হয়। সে স্বাস্থ্য কমপ্লেক্সের নিচ তলায় থাকে। সেখান থেকে প্রতিদিন আমি বের করে এনে গোসল করে দেই। তার কাপড় পরিস্কার করে দেই। তার কাছে পরিচয় জানতে চাইলে বিকাশ ছাড়া অন্য কিছু বলতে পারেনা । সাংবাদিকদের বলেন ,আপনাদের প্রচারের মাধ্যমে যদি তার পরিবারের সন্ধান পাওয়া যায় তাহলে তার পরিবারের সেবাযন্তে তিনি আরো সুস্থ্য ও ভালো থাকতে পারবেন। ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান বারীর সাথে কথা হলে তিনি বলেন, পাগলটি ভর্তি রয়েছে এবং যথাযথ চিকিৎসা চলছে। পাগলের পরিচয় পাওয়া যায়নি ।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST