ঘোষনা:
শিরোনাম :
নীলফামারীতে গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করায় প্রতিবাদ সমাবেশ ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ঝামেলামুক্ত সেবা দানে প্রধানমন্ত্রীর নির্দেশ নীলফামারীতে প্রাথমিক শিক্ষা অফিসে তথ্য চাইতেই গণমাধ্যমকর্মীর উপর চড়াও কিশোরগঞ্জে দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার অপসরণ ও শাস্তির দাবিতে নীলফামারীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও সন্মননা স্মারক প্রদান ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয় নীলফামারীতে রোজিনা হত্যার বিচার কবে হবে জানতে চায় তার পরিবার ডিমলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী
দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও মানুষের প্রতি দায়বদ্ধতা শেষ দিন পর্যন্ত লালন করা উচিৎ; রংপুর রেঞ্জ ডিআইজি

দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও মানুষের প্রতি দায়বদ্ধতা শেষ দিন পর্যন্ত লালন করা উচিৎ; রংপুর রেঞ্জ ডিআইজি

মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই দেশটি উপহার না দিলে হয়তো আমরা আজকে যার যার অবস্থানে থাকতে পারতাম না। সেজন্য দেশেরে স্বাধীনতার প্রতি,সার্বভৌমত্বের প্রতি, দেশ ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা জীবনের শেষ দিন পর্যন্ত লালন করা উচিৎ বলেছেন, রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।

রবিবার (২৩ অক্টোবর/২২) বিকালে নীলফামারী রিজার্ভ অফিস,পুলিশ লাইন্সে বার্ষিক পরিদর্শন ও প্যারেড শেষে এসব কথা বলেন তিনি।

রংপুর রেঞ্জের ডিআইজি আরও বলেন, শতবছরের ঐতিহ্য বাংলাদেশ পুলিশ। অতীতের মতো ভবিষ্যতেও সকল প্রকার অন্যায়,অসত্য এবং অপরাধীদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে আমরা এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, জুনিয়র অথবা সিনিয়র আমরা যে কাজটি করবো তার জবাবদিহীতা করার সৎ সাহস আমাদের ভিতরে থাকতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলতে ও চাই এগিয়ে নিতে নিজ নিজ অবস্থানে অটুট থাকি।

এসময় নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (কমান্ড্যান্ট,পুলিশ সুপার) মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড এ্যাপস) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোঃ সারোআর আলম, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্যারেডে সদরসহ ছয় উপজেলার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এরআগে রংপুর ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশের কর্মকর্তারা।





@২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । গ্রামপোস্ট২৪.কম, জিপি টোয়েন্টিফোর মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design BY MIM HOST