নীলফামারী সংবাদদাতা :
নীলফামারীর ডোমার উপজেলার পাগলীমার হাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। শনিবার দুপুর ১২ টার দিকে পাঙ্গা-চিলাহাটি সড়কের মুসার মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কৃষক ফজলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পাঙ্গামটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুলাল হোসেন, সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন, কৃষক মকছেদ আলী, মাহাতাব উদ্দিন, খন্দকার এনায়েত কবির ও সাহিনুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, পাঙ্গামটুকপুর ইউনিয়নের শতভাগ কৃষক মরিচের চাষ করে। এখানকার মরিচ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। মরিচ চাষে কৃষকদের আরো উৎসাহ যোগাতে ২০০৮ সালে পাগলীমার হাট নামে একটি মরিচের হাট বসানো হয়।কিন্তু গত তিন সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাটের নিজের জমি না থাকার হাটটি বন্ধ করে দেয়। এখন আমরা কৃষকরা মরিচ বিক্রি করতে পারছি না। এরপর স্থানীয়রা হাটের নামে জমি লিখে দিলেও অজ্ঞাত কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা তা নিচ্ছেন না। এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, তারা অবৈধভাবে হাটটি করেছিল। তাই হাটটি বন্ধ করা হয়েছে।